ফোনে অটো অ্যাপ আপডেট বন্ধ করবেন কীভাবে? জেনে নিন – Update 2023

শেয়ার করুনঃ

আপনি ফোনে অটো অ্যাপ আপডেট বন্ধ করতে চান? অনেক সময়েই ব্যক্তিগত ব্যস্তাতার কারণে আপনার মোবাইল ফোনে ম্যানুয়ালি অ্যাপ আপডেট করা হয়তো হয় না। বিশেষ করে আপনার এন্ড্রয়েড ফোনটির সেটিংস পরিবর্তন করা না হয়ে থাকলে অনেক সময়েই অ্যাপগুলো অটোমেটিক আপডেট হয়ে যায়। তবে নিরাপত্তা ও নতুন নতুন ফিচারের জন্য অপারেটিং সিস্টেম ও অন্যান্য অ্যাপ নিয়মিত আপডেট করা প্রয়োজন। কিন্তু দেখা যায়, অনেক অপ্রয়োজনীয় অ্যাপ আপডেট হতে থাকে যার ফলে আপনার সীমিত ইন্টারনেট ডাটা খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়।

আপনি চাইলে প্লে স্টোর সেটিংস থেকে অটো অ্যাপ আপডেট বন্ধ করে দিতে পারেন। যাতে পরবর্তীতে কেবলমাত্র প্রয়োজনীয় অ্যাপ ম্যানুয়ালি আপডেট করে নিতে পারে। এতে আপনার ইন্টারনেট ডাটার অনেক সাশ্রয় হবে।

(ফলো করুন আমাদের Google News, Facebook এবং Twitter পেজ)

জেনে নিন ফোনে অটো অ্যাপ আপডেট বন্ধ করবেন কীভাবে?

সব অ্যাপ অটোমেটিক আপডেট বন্ধের উপায়-

  • Google Play Store ওপেন করুন।
  • ডান দিকে উপরে নিজের প্রোফাইল আইকনে ট্যাপ করুন।
  • ড্রপ ডাউন মেনু থেকে Settings সিলেক্ট করুন।
  • এরপর network preference অপশন সিলেক্ট করুন।
  • এরপর Auto Update Apps অপশন সিলেক্ট করুন, মেনুতে আরও অপশন দেখতে পাবেন।
  • এরপর Don’t auto update apps অপশন সিলেক্ট করুন।

ব্যাস। এরপর আর কোন অ্যাপই অটো আপডেট হবে না।

তবে নির্দিষ্ট কোন অ্যাপ অটো আপডেট বন্ধ করতে চাইলে-

  • Google Play Store ওপেন করে যে অ্যাপের অটো আপডেট বন্ধ করতে চান সেই অ্যাপ ওপেন করুন।
  • ডান দিকে উপরে থ্রি ডট মেনু সিলেক্ট করুন।
  • এবার Enable auto update অপশন থেকে টিক চিহ্ন উঠিয়ে দিন।

ব্যাস, এরপর থেকে ওই অ্যাপটি আর অটো আপডেট হবে না।

আরও পড়ুন:

WhatsApp সুরক্ষিত রাখতে জেনে নিন ৫ উপায়

Someone track you : কেউ কি আপনাকে ট্র্যাক করছে? জেনে নিন করণীয় 

স্মার্টফোন গরম হওয়া থেকে রক্ষার চাঞ্চল্যকর ৪ টি টিপস

শেয়ার করুনঃ

Leave a Comment