অ্যামোলেড ডিসপ্লের ইনফিনিক্স ‘নোট ১২’

শেয়ার করুনঃ

ঈদ উপলক্ষ্যে ইনফিনিক্স নিয়ে এসেছে প্রিমিয়াম সিরিজের ‘নোট ১২’। দেশের বাজারে গত বুধবার ২৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এ ডিভাইসের যাত্রা শুরু হয়েছে।

‘নোট ১২’ ফোন সেটটিতে রয়েছে, ৬.৭ এফএইচডি+ ট্রু কালার অ্যামোলেড ডিসপ্লে। তাই ‘নোট ১২’কে নির্দ্বিধায় বলা-ই যায় ‘অ্যামোলেড স্টানার’। স্মার্টফোনের ‘অ্যামোলেড ডিসপ্লে’তে ব্যাটারির চার্জ কম খরচ হয়। এছাড়া এই ডিসপ্লে ইউজাররা যেকোনো আলোতে বৃহদাকার পর্দায় ‘ক্রিস্টাল ক্লিয়ার’ দৃশ্য উপভোগ করতে পারবেন। এছাড়া রয়েছে অনন্য প্রযুক্তির সন্নিবেশ, ৭.৯এমএম আল্ট্র-স্লিক ডিজাইন এবং ফিদার-লাইট ফিচার।

আল্ট্রা গেমিং চিপসেট ও কর্টেক্স প্রসেসরস

এতে রয়েছে হেলিও জি৮৮ আল্ট্রা গেমিং চিপসেট সমৃদ্ধ ২এক্স কর্টেক্স-এ৭৫ এবং ৬এক্স কর্টেক্স-এ৫৫ প্রসেসরস। এর ফলে অনেক ভারী এ্যাপগুলো খুব মসৃণভাবে চলবে। এছাড়া, ৫০০০ এমএএইচ ব্যাটারিতে রয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা (টাইপ-সি), যেটি সর্বোচ্চ ৮০০ বার চার্জ পরিক্রম পূরণে সক্ষম। শক্তিশালী ব্যাটারি থাকার ফলে ইউজাররা কোনো দুশ্চিন্তা ছাড়াই স্মার্টফোনটি ব্যবহার করতে পারেন। ডিভাইসটিতে রয়েছে পাওয়ার ম্যারাথন টেকনোলজির। ফলে শুধুমাত্র ৫ শতাংশ চার্জ থাকলেও ফোনে বাড়তি দুই ঘণ্টা কথা বলা যায়। ৫০০০ এমএএইচ এর ব্যাটারি গেমারদের গেমিং এ বাড়তি স্বাচ্ছন্দ্য দেবে।

এতে রয়েছে ডিটিএস সহযোগে সমন্বিত ডুয়েল-স্পিকার, যেটি ৩৬০ ডিগ্রিতে শব্দ ছড়িয়ে দিতে সক্ষম ও আরো আছে ’মনস্টার গেমিং’ কিট ব্যবহারের সুবিধা। ডিভাইসটির ৬ জিবি র‌্যাম, যেটি শুধু প্রসেসিং-ই দ্রুত গতির করবে না, একইসঙ্গে বিভিন্ন কাজের পারফরম্যান্সও বাড়িয়ে দেবে।

৫০ মেগাপিক্সেল আল্ট্রা নাইট ট্রিপল ক্যামেরা

এছাড়া ৫০ মেগাপিক্সেল আল্ট্রা নাইট ট্রিপল ক্যামেরার মাধ্যমে ৮১৬০*৬১২০ আল্ট্রাহাই রেজ্যুলেশনের ছবি তোলা যাবে। ক্যামেরায় আরো রয়েছে ১/২.৮ বৃহৎ ইমেজ সেন্সর। ‘নোট ১২’তে আরো ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে প্রতিবারই আকর্ষণীয় ও মনোমুগ্ধকর ছবি তোলা সম্ভব হয়। ‘নোট ১২’ এর অন্যতম আরো ফিচারের মধ্যে রয়েছে, এক্সঅ্যারিনা-ডারলিংক ২.০, তাপমাত্রা নিয়ন্ত্রণ, মেমোরি ফিচার এবং সর্বোচ্চ গেমপ্লে পারফরম্যান্স সুবিধা।

এছাড়া রয়েছে কোর টেম্পারাচার ৬ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কমাতে ৬-লেয়ার গ্রাফিন কুলিং সিস্টেম। রয়েছে একাধিক এআই ভয়েস অ্যাসিসটেন্ট যা সংস্পর্শ ছাড়াই আরো সহজে ও কার্যকরভাবে কাজ করার জন্য । আরো আছে, চমৎকারভাবে মাল্টিটাস্কিং করার জন্য এক্সওএস ফিচার। তাই ফোন ইউজাররা একই স্ক্রিনে মাল্টিটাস্ক ছাড়াও, একাধিক উইন্ডো খোলা, ভিডিও দেখা এবং গেমস খেলার মতো কাজ করতে পারেন।

‘ফরেস্ট ব্ল্যাক’, ‘সানসেট গোল্ডেন’, ‘জুয়েল ব্লু’ এই তিনটি বিশেষ রঙে ’নোট ১২’ পাওয়া যাচ্ছে বাজারে। দাম ধরা হয়েছে ১৮ হাজার ২৯৯ টাকা। স্মার্টফোনটি অনলাইন শপ ‘দারাজ’, ‘পিকাবো’ থেকে ইএমআই ( EMI) সুবিধায় কেনা যাবে। এছাড়া বিভিন্ন আউটলেট থেকেও কিনতে পারবেন গ্রাহকরা।

শেয়ার করুনঃ

Leave a Comment