চালু হচ্ছে গুগলের Self Share

শেয়ার করুনঃ

মে মাসেই গুগল চালু করেছে Self Share ফিচার। এছাড়াও গুগল প্লে সার্ভিসে বিভিন্ন ধরনের পরিবর্তন আনা হয়েছে। তবে Self Share ফিচারের মাধ্যমে কোন ইউজার তার নিজের অন্য কোন ফোনে বিভিন্ন ধরনের ফাইল, টেক্সট এবং লিঙ্ক শেয়ার করতে পারবেন।

বেশ কিছুদিন ধরেই নতুন এ ফিচারটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালায় গুগল। ২ মে থেকে ইউজাররা আনুষ্ঠানিকভাবে ব্যবহার করতে পারছে এই ফিচারটি। নতুন ফিচারের মাধ্যমে ইউজারদের অন্যান্য ফোন বা ট্যাব থেকে অনুমতি নিতে হবে না। তবে পুরানো অপারেটিং সিস্টেমে চলবে না। এই Self Share ফিচারটি। এজন্য সর্বশেষ এন্ড্রয়েড ভার্সনে আপডেট করে নিতে হবে ফোন সেটটিকে। অন্যদিকে প্রয়োজন হবে গুগল প্লে সার্ভিসের ২২.১৫ এবং গুগল প্লে স্টোরের ৩০.৩ ভার্সন আপডেটের। ইউজাররা ফোন সেটিংস এ গিয়েই আপডেট করতে পারেন গুগল প্লে সার্ভিস।

এছাড়া অপশনে বিভিন্ন ধরনের ফাইল, টেক্সট এবং লিঙ্ক পাঠাতে চাইলে উভয় ডিভাইসে অবশ্যই একই গুগল একাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে।

গুগল প্লে সিস্টেম আপডেট

১. আপনার এন্ড্রয়েড ফোনের সেটিং (Setting) অপশনে যান।

২. এরপর About Phone অপশন সিলেক্ট করুন।

৩. সেখান থেকে Android Version এ গিয়ে গুগল প্লে সিস্টেম (Google Play System) আপডেট করুন।

Self Share কিভাবে ব্যবহার করবেন

  • আপনার Android ডিভাইসে Chrome ব্রাউজার ওপেন করুন।
  • Address বারে টাচ করুন এবং তারপরে Share অপশনে টাচ করুন।
  • এরপর অনেকগুলো শেয়ার অপশনের মধ্যে Send to your Share অপশনটি সিলেক্ট করুন। আপনাকে আপনার Google অ্যাকাউন্টে সাইন ইন করতে হতে পারে৷
  • যে কোন একটি ডিভাইস নির্বাচন করুন।
  • আপনি তালিকাভুক্ত কোনো ডিভাইস খুঁজে না পেলে ধরে নিতে আপনি অন্য ডিভাইসে আপনার অ্যাকাউন্টে সাইন ইন করেননি।
  • আপনার নির্বাচিত ডিভাইসে, আপনি নিজের সাথে শেয়ার করা পৃষ্ঠা সম্পর্কে একটি বিজ্ঞপ্তি পাবেন।।
শেয়ার করুনঃ

Leave a Comment