Telegram Premium: টেলিগ্রামের প্রিমিয়াম সার্ভিস চালু – 2023

শেয়ার করুনঃ

চালু হলো টেলিগ্রামের প্রিমিয়াম সার্ভিস। হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে নিত্য নতুন ফিচার যুক্ত করছে প্রতিদ্বন্দ্বি মেসেজিং অ্যাপ টেলিগ্রামে (Telegram)। এর মধ্যে অন্যতম হলো নতুন প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবা। এর ফলে সাধারণ অ্যাকাউন্টের তুলনায় বাড়তি সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে অ্যাপ কর্তৃপক্ষ।

জানা গেছে, প্রিমিয়াম সার্ভিস সাবস্ক্রাইব করলেই ইউজাররা ৪ জিবি ফাইল ট্রান্সফার, ফাস্ট ডাউনলোড, ইমোজি স্টিকার সহ একাধিক নতুন ফিচার উপভোগ করতে পারবেন। এই সার্ভিস ব্যবহারের জন্য সমস্ত ইউজারদের অ্যাকাউন্ট উপযুক্ত করা শুরু করেছে টেলিগ্রাম।

টেলিগ্রামের প্রিমিয়াম সার্ভিস ব্যবহারে যা পাবেন –

    • ৪ গিগাবাইট পর্যন্ত সাইজের ফাইল আদান-প্রদান করা যাবে টেলিগ্রামে। যা আগে ২ গিগাবাইট পর্যন্ত সীমিত ছিল।
    • যেকোনো ছবি, ভিডিও এবং ফাইল সাধারণ ইউজারদের তুলনায় দ্রুত ডাউনলোড করতে পারবেন প্রিমিয়াম ইউজাররা।
    • একই মোবাইলে একই অ্যাপে একসাথে ৪ টি অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন।
    • চ্যাটের ২০ টি ফোল্ডার তৈরি করা যাবে। প্রতিটি ফোল্ডারে ২০০ চ্যাট যুক্ত করতে পারবেন। ফলো ১ হাজারটি চ্যানেল তৈরি করা যাবে।
    • ১০ টি চ্যাট অ্যাকাউন্টে পিন করে রাখতে পারবেন।
    • লিঙ্ক সহ নিজের প্রোফাইল বায়োতে বিস্তারিত তথ্য যুক্ত করতে পারবেন।
    • পাওয়া যাবে প্রচুর ইমোজি, স্টিকার এবং কাস্টম আইকন।
    • ভয়েস-টু-টেক্সট ট্রান্সক্রিপশনের সুবিধাও রয়েছে।
    • প্রোফাইল ফটো-র বদলে প্রোফাইল ভিডিও সেট করতে পারবেন।
    • প্রিমিয়াম সাবস্ক্রিপশনে অ্যাপে কোনও বিজ্ঞাপন দেখানো হবে না।

টেলিগ্রামের প্রিমিয়াম সার্ভিসে কত খরচ পড়বে

প্রিমিয়াম সাবস্ক্রিপশনের জন্য মাসে খরচ পড়বে ৪.৯৯ মার্কিন ডলার (বাংলাদেশী টাকায় প্রায় ৪৫০ টাকা)। বর্তমানে টেলিগ্রামে ৭০০ মিলিয়ন ইউজার রয়েছে। আইফোন ইউজারদের মধ্যে যাদের মোবাইলে iOS ভার্সন ৮.৮ রয়েছে তারা প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সুবিধা উপভোগ করতে পারবেন। তবে অ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রিমিয়াম সার্ভিস চালু হলেও টেলিগ্রাম অ্যাপে সাধারণ ইউজাররা আগে যে সমস্ত ফ্রি ফিচার উপভোগ করতেন তা আগের মতোই বহাল থাকবে।

(ফলো করুন আমাদের Google News, Facebook এবং Twitter পেজ)

আরও পড়ুন:

ইউটিউব থেকে আয় করতে চান লাখ টাকা? জেনে নিন ৯ টি উপায় – Income from Youtube 2022

হ্যাকারদের হানা থেকে WhatsApp সুরক্ষিত রাখতে জেনে নিন ৫ উপায়

ফেসবুকে যে ১০ টি কাজ করলে আপনি মহা বিপদে পড়তে পারেন

শেয়ার করুনঃ

Leave a Comment