বিকাশে অ্যাড মানি করলেই ৩০ টাকা পাবেন যেভাবে – 2022

শেয়ার করুনঃ

বিকাশে অ্যাড মানি করলেই পাওয়া যাবে ক্যাশব্যাক অফার। তবে তা করতে হবে কার্ড থেকে।  বিকাশ অ্যাপে কার্ড থেকে ৩,০০০ টাকা অ্যাড মানি করলেই পাচ্ছেন ৩০ টাকা ক্যাশব্যাক। এ অফারের মেয়াদ ১ থেকে ৩০ আগস্ট, ২০২২ পর্যন্ত।

যে কোন বিকাশ গ্রাহক এ অফার উপভোগ করতে পারবেন। তবে ক্যাশ ব্যাক লিমিট দেয়া হয়েছে ক্যাম্পেইন চলাকালীন একবারঅ অর্থাৎ এ মাসে আপনি একবারই এ অফারটি উপভোগ করতে পারবেন।

কার্ড থেকে বিকাশে অ্যাড মানি’র শর্তাবলী

• অফারটি ১ থেকে ৩০ আগস্ট, ২০২২ পর্যন্ত -এর মধ্যে একবার করে নিতে পারবেন।

• লেনদেন ইনিশিয়েটর ক্যাশব্যাক পাবেন।

• ক্যাশব্যাক পাবেন লেনদেনের পরবর্তী কার্যদিবসের মধ্যে।

• অফার চলাকালীন গ্রাহক সর্বোচ্চ ৩০ টাকা ক্যাশব্যাক পাবেন।

• ক্যাশব্যাক পেতে গ্রাহকদের বিকাশ অ্যাপের মাধ্যমে কার্ড থেকে অফার অনুয়ায়ী নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট একবারে বিকাশে অ্যাড মানি করতে হবে।

• ক্যাশব্যাক উপভোগ করতে গ্রাহকের একাউন্ট সচল থাকতে হবে।

• যদি কোনো সিস্টেম ইস্যু বা অজানা কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে বিকাশ, ক্যাম্পেইন শেষ হওয়ার ৭ কর্ম দিবস পর ১বার ক্যাশব্যাক বিতরণের চেষ্টা করবে। সব উপায় যদি ব্যর্থ হয়, তাহলে আর কোনো চেষ্টা করা হবে না এবং গ্রাহক ক্যাশব্যাক অফারের জন্য আর অন্তর্ভুক্ত বিবেচিত হবেন না।

• বিকাশ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ক্যাম্পেইনের মেয়াদ কমানো / বাড়ানো বা ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাবলি পরিবর্তন / সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

• কোনো নির্দিষ্ট লেনদেন এবং / অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক এই অফারের অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের ক্যাশব্যাক সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে।

• ক্যাশব্যাক বিতরণের পর গ্রাহকদের এসএমএস-এর মাধ্যমে জানানো হতে পারে।

গ্রাহক 16247-এ ডায়াল করে অথবা বিকাশ সেন্টার, বিকাশ কেয়ার, ফেসবুক ফ্যান পেইজ, ওয়েব চ্যাট (লাইভ চ্যাট সার্ভিস)-এর পাশাপাশি [email protected] -এই ঠিকানায় ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে এ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।

(ফলো করুন আমাদের Google News, Facebook এবং Twitter পেজ)

আরও পড়ুন:

বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট খুলুন সহজেই

বিকাশে ইন্টারেস্ট পাবেন যেভাবে

এটিএম থেকে বিকাশ ক্যাশ আউট করবেন যেভাবে

শেয়ার করুনঃ

Leave a Comment